
তোমাদের ঘরের দেয়ালে নিশ্চয়ই টিকটিকিরা চলাফেরা করে! সরসর করে ছুটে যায় দেয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমনকি ছাদে উল্টো হয়েও হাঁটতে পারে। কী বিচিত্র একটা প্রাণী, তাই না? কখনও ঝিম মেরে বসে থাকে। আবার কখনও খপ করে পোকামাকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। টিক টিক করে শব্দও করতে পারে। ভেবেছ কি, খাড়া দেয়ালে কীভাবে আটকে থাকে টিকটিকিরা? পায়ে যেন শক্ত কোনও আঠা লাগানো। টিকটিকিরা দেয়াল থেকে ছিটকে পড়ে যায় না কেন, চলো সেটা জেনে নিই।
সায়েন্স এবিসির সূত্রমতে, দেয়ালে আটকে থাকার জন্য দরকার একটা বল বা শক্তির। সেই বল টিকটিকি নিজেই তৈরি করতে পারে। টিকটিকির পায়ের তালুতে আছে অসংখ্য ছোট ছোট লোম। লোমগুলোর ব্যাস মানুষের চুলের প্রায় এক-দশমাংশ। খুব ঘন সেই লোমের গুচ্ছ। এই লোমগুলোর নাম সিটা (Setae)। সিটার মাথায় থাকে আরও সূক্ষ্ম তন্তু। দেয়ালের অণুর সঙ্গে সিটার এক ধরনের বল কাজ করে, যাকে বলা হয় ‘ভ্যানডার ওয়ালস’ বল। এই বলের মাধ্যমেই খুব সহজে টিকটিকি দেয়াল বা খাড়া কোনও কিছুতে আটকে থাকতে পারে। এই বল টিকটিকি ও দেয়ালের মাঝে আঠার কাজ করে। পায়ের তালুর মিলিয়ন মিলিয়ন লোমের ভ্যানডার ওয়ালস বল টিকটিকির ওজন ধারণ করতে সক্ষম। আবার টিকটিকির পায়ের ডগায় ছোট ছোট প্যাড থাকে, যা পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ায় এবং টিকটিকিকে দেয়াল আঁকড়ে ধরতে সাহায্য করে।