১৮ অগাস্ট ২০২৫

ফোনের স্পিকারের সাউন্ড কি হঠাৎ কমে গেছে?

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১২:০০
ফোন একটু পুরোনো হলেই বিভিন্ন ধরনের সমস্যা দেখে দিতে শুরু করে। ছবি : ফ্রিপিক

ফোন একটু পুরোনো হলেই বিভিন্ন ধরনের সমস্যা দেখে দিতে শুরু করে। হ্যাং করা থেকে শুরু করে ফোনের স্পিকারের শব্দ কমে যাওয়া। ঠিক করে কলে শুনতে না পাওয়া এ সবকিছুই। কিন্তু তা যে সব সময় ফোনের কারণেই হয়, তেমনটা নয়। আপনার প্রতিদিন করা কিছু ভুলের কারণেও এই ধরনের সমস্যা দেখা দেয়।

ফোনের স্পিকারের ভলিউম কম হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। স্পিকারে ধুলাবালি বা ময়লা জমে যাওয়া, কোনও ইলেকট্রনিক পার্টস নষ্ট হয়ে যাওয়ার কারণে স্পিকার থেকে জোরে সাউন্ড বের হতে পারে না। ফলে আপনার ফোনেও যদি এমন কোনও সমস্যা দেখা দেয়, তাহলে আজই তার সমাধান করুন।

টিভি নাইন বাংলার প্রতিবেদন বলছে, ভালো পারফরম্যান্সের জন্য সময়ে সময়ে স্পিকার পরিষ্কার করা জরুরি। আপনার ফোনের স্পিকার বহু দিন পরিষ্কার না করলে, তাতে আওয়াজ কমতে থাকে। এর জন্য আপনি একটি নরম টুথব্রাশ বা স্পিকার ক্লিনার ব্যবহার করতে পারেন। স্পিকার খুব জোরে ঘষবেন না, এতে ক্ষতি হতে পারে। আর ভুলেও কোনও তরলের ব্যবহার করবেন না।

ফোনের সেটিংসের কারণে স্পিকারেরও সমস্যা হতে পারে। স্পিকার পরিষ্কার করার পরও যদি সাউন্ড ভালো না হয়, তাহলে ফোনের সেটিংস পরিবর্তন করে দেখুন। তার জন্য ফোন সেটিংসে যান এবং সাউন্ডস এবং ভাইব্রেশনে ট্যাপ করুন। এখানে আপনি মিডিয়া, রিংটোন, অ্যালার্ম ইত্যাদির শব্দ সেট করুন।

এ ছাড়া অনেক ফোনে স্পিকার ক্লিনার ফিচার থাকে। এর জন্য ফোন সেটিংসে গিয়ে এই এই অপশনটি খুঁজুন। যদি দেখতে পান, তাহলে সেটি অন করুন। এটি একটি অডিও টেস্টিং টুল। এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারটি জোরে বাজতে শুরু করবে।

অনেক সময় সফটওয়্যার আপডেট না করার কারণেও স্পিকারের সমস্যা হয়। তাই সময়মতো সফটওয়্যার আপডেট করুন, এতে ফোনের অনেক সমস্যা দূর হয়। এই সব পদ্ধতিতে ফোনের স্পিকার ঠিক না হলে ফোনটি মেরামতের দোকানে নিয়ে যেতে হবে।

সর্বাধিক পঠিত