১০ সেপ্টেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:০৫
আইফোনে হোয়াটসঅ্যাপে স্টিকার বানানো যাবে। ছবি : হোয়াটসঅ্যাপ

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসছে মাধ্যমটি। সেই ধারাবাহিকতায় একটি নতুন  ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে। এর মাধ্যমে ফোনের গ্যালারিতে থাকা ছবি দিয়ে স্টিকার বানানো যাবে। এর ফলে এখন থেকে এই স্টিকার বানানোর জন্য তৃতীয় পক্ষের কোনও অ্যাপের দরকার পড়বে না।

আপাতত এই আপডেটটি শুধু আইওএস ডিভাইসের জন্য চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে আইওএস ১৫ বা তার নিচে যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য এই ফিচারটি কাজ করবে না। শুধু যাঁরা আইওএস ১৬ ব্যবহার করেন তাঁরা এই সুযোগটি পাবেন। তাঁদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি আপডেট থাকতে হবে এবং যে ছবিটি নিয়ে কাজ করবেন, সে ছবিটি অবশ্যই পোট্রেট মোডে থাকতে হবে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যালারির ছবি দিয়ে স্টিকার বানানোর জন্য প্রথমে ছবি নির্বাচন করতে হবে। এরপর ছবির যে ব্যক্তি বা বস্তুকে স্টিকার বানানো হবে তার ওপর লং প্রেস করতে হবে। এরপর সেই ব্যক্তি বা অবজেক্টকে হোয়টসঅ্যাপ কনভারসেশনের ওপরে ড্র্যাগ করে ড্রপ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ জানতে চাইবে ব্যবহারকারী সেই ছবিকে স্টিকার বানাতে চান কি না। সেটাতে সম্মতি দিলেই হোয়াটসঅ্যাপ সেই ছবিকে স্টিকার প্যানেলে যোগ করে দেবে ভবিষ্যতে ব্যবহারের জন্য।

সর্বাধিক পঠিত