
আমরা আমাদের কাজকে সহজে, নির্ভুলভাবে এবং দ্রুত গতিতে সমাধান করতে কম্পিউটার ব্যবহার করে থাকি। আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে আমাদের নিত্যদিনের কাজের সঙ্গী হয়ে উঠেছে এই কম্পিউটার। ই-মেইল পাঠানো থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা, মুভি দেখাসহ পড়ালেখা শেখা কিংবা অফিসের কত কাজই না করা হয় এই যন্ত্রটির সাহায্যে। এমনকি প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীই মনিটর ব্যবহার করে থাকেন।
সাধারণত মনিটর ব্যবহার করা হয় কম্পিউটারে করা নির্দিষ্ট কাজ প্রসেস করার পর প্রসেসকৃত ডেটাগুলোকে দেখতে। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হঠাৎ করেই কম্পিউটার মনিটরের লেখা বা স্ক্রিন উল্টে যায়। এর ফলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ব্যবহারকারীদের। এমনকি তখন কম্পিউটার ব্যবহারকারীরা বুঝে উঠতে পারেন না এটা কীভাবে হলো। সমাধানই বা করবেন কীভাবে।
সাধারণত এই সমস্যাটি কম্পিউটার সেটিংসের ভুল সেটিংয়ের কারণে হয়ে থাকে। আবার গ্রাফিক্স কার্ডের সেটিংয়ের কারণেও অনেক সময় এমনটি হয়ে থাকে। সমাধান করার পদ্ধতি কী? প্রথমে কি-বোর্ডের কন্ট্রোল + অল্টার + আপ অ্যারো কি-গুলো একসাথে চাপুন। দেখবেন ঠিক হয়ে গেছে। যদি সমাধান না হয় তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডের সেটিংসে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের সেটিংসে গিয়ে রোটেশন অফ করে দিন। অথবা রোটেশন শূন্য ডিগ্রি করে দিন। দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে।