১১ মে ২০২৫

প্রিন্টারে প্রিন্ট না হলে যা করবেন

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪
প্রিন্টার মেশিন। ছবি : সংগৃহীত

আমরা প্রয়োজনীয় কাজে প্রিন্টার ব্যবহার করে থাকি। প্রিন্টার হলো এমন একটি যন্ত্র, যা কম্পিউটার থেকে টেক্সট বা ছবিকে কাগজে বা অন্য কোনও মিডিয়াতে মুদ্রণ করা হয়। প্রিন্টার বিভিন্ন ধরনের হয়, যেমন ইঙ্কেট প্রিন্টার, লেজার প্রিন্টার ইত্যাদি। পিন্টার কীভাবে পিন্ট করবে তা প্রিন্টারের ধরন এবং ব্যবহৃত পদার্থের ওপর নির্ভর করে।

অনেক সময় আমরা প্রয়োজনীয় কাজের সময় প্রিন্ট দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকি, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তবে কিছু ছোট ছোট সমস্যা ও উপায় জেনে রাখলে নিজে নিজেই সমাধান করা সম্ভব। চলুন, জেনে নেওয়া যাক—

* প্রিন্টারের সাথে পাওয়ার কেবলটি সংযুক্ত আছে কিনা চেক করে নিন।
* প্রিন্টার চালু করা আছে কিনা সেটিও দেখে নিন। 
* প্রিন্টারের সাথে যদি কম্পিউটারের ডেটা কেবল সংযুক্ত না থাকে, তাহলে সংযোগ দিয়ে নিন। 
* যদি প্রিন্টার প্রিন্ট না নেয় তাহলে আপনাকে দেখতে হবে প্রিন্টারের ভেতরে কোনও কাগজ বা অন্য কিছু আটকে আছে কিনা। অনেক সময় কাগজ বা অন্য কিছু আটকে থাকলে প্রিন্ট হয় না; তাই চেক করুন। 
* প্রিন্টারের কার্টিজে কালি আছে কিনা তা দেখে নিন। 
* প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা হলুদ বাতি জ্বলতে থাকে, তাহলে রিসেট বাটনে চাপ দিন। 
* সমাধান না হলে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। 
* তারপরেও যদি সমাধান না হয় তাহলে হার্ডওয়্যারে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।

সর্বাধিক পঠিত