১২ মে ২০২৫

মিরাজ এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার

কিশোর ডাইজেস্ট ডেস্ক
০৭ মে ২০২৫, ১৭:৫৭
মেহেদী হাসান মিরাজ সংগৃহীত

মেহেদী হাসান মিরাজ ধীরে ধীরে সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করবেন, এটা অনুমেয় ছিল। হয়তো পুরোপুরি সাকিবের অভাব তিনি পূরণ করতে পারবেন না, কেননা সাকিব যেন ভিনগ্রহের খেলোয়াড়। তবে অনেক জায়গায় মিরাজ সফল হবেন, সফল হয়েছেনও। 

সর্বশেষ  আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের ব্যাপক উন্নতি হয়েছে। এখন তিনি বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার  

২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষে পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন পাঁচে।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে উঠেছেন। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট ও  বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা আছেন শীর্ষে।

সর্বাধিক পঠিত