২২ মে ২০২৫

শত বছরে ফোটে ফুল!

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৯:০৭
পুয়া রাইমন্ডি এক ধরনের ক্যাকটাস প্রজাতির গাছ। ছবি : সংগৃহীত

ফুল তো নানা সময়ে ফোটে। প্রতিটি ফুলের একটি সময় আছে যে সময় তা ফুটে ওঠে। আবার এমনও ফুল রয়েছে, যা সারা বছরই কমবেশি পাওয়া যায়। আবার কিছু ফুল কয়েক বছরে একবার ফোটে। ভারতের নীলগিরি পর্বতেই এমন এক ফুল ফোটে, যা ১২ বছরে একবার দেখা দেয়। তাই বলে শত বছর?

হ্যাঁ, একটি ফুল রয়েছে, যা ১০০ বছরে একবার মাত্র ফোটে। ফলে তার দেখা পাওয়াই ভার। এই ফুলের গাছটি জন্মানোর পর প্রায় ১০০ বছর কাটিয়ে দিলে তবেই তাতে ফুল ধরে। ফলে এ ফুল বিরল নয়, অতিবিরল ফুল।

এটি এক ধরনের ক্যাকটাস প্রজাতির গাছ। নাম পুয়া রাইমন্ডি। সমতলে এ গাছ জন্মায় না। হয় পাহাড়ের উপরের দিকের ঢালে।

একে আন্দিজের রানি বলেও ডাকা হয়। ছবি : উইকিমিডিয়া কমন্স

ভারতের ওয়েবপোর্টাল নীলকণ্ঠের প্রতিবেদন বলছে, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় এই গাছের দেখা পাওয়া যায়। বলিভিয়া ও পেরুতে যেতে হবে এই ফুলের দেখা পেতে গেলে। তাও ভাগ্যে থাকলে তবেই ফুলের দেখা মিলবে। আন্দিজে পাওয়া যায় বলে একে আন্দিজের রানি বলেও ডাকা হয়।

পুয়া রাইমন্ডি লম্বা হয়। ১৬ ফুটেরও ওপর তার উচ্চতা হতে পারে। ফুল ১০০ বছরে একবার ধরে ঠিকই, তবে ফোটে যখন, তখন ৮ হাজার থেকে ২০ হাজার ফুল ধরে এ গাছে। ফুলে ফুলে ভরে যায় গাছের নিচ থেকে উপর।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এই ফুলের গাছ রয়েছে। সেখানে তাকে যত্নে রাখা হয়। চ্যালেঞ্জ হলো, পুয়া রাইমন্ডিকে বদলাতে থাকা আবহাওয়া থেকে বাঁচানো। কী বিস্ময়কর, তাই না?

সর্বাধিক পঠিত