০৪ মে ২০২৫

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি

তৌছিফা সাবরিন
১০ জানুয়ারি ২০২৪, ১৯:২৯
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

এইচএসসি পরীক্ষা শেষে সকল স্টুডেন্টের চাওয়াই থাকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা কোনও স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু পরীক্ষার্থীর তুলনায় এখানে আসন সংখ্যা অনেক কম। তাই নিজের একটি আসন নিশ্চিত করতে কিছু অভ্যাস প্রথম থেকেই গড়ে তুলতে হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ
গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী একসাথে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। তাই ভালো একটা প্রস্তুতির মাধ্যমে তোমরাও চাইলে নিজের একটা আসন নিশ্চিত করতে পারো।

মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষার্থী চান্স না পাওয়ার পর ভেঙে পড়ে। তখন আমাদের উচিত ভেঙে না পড়ে মনকে শক্ত করা এবং অন্য কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া।

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেমন হওয়া দরকার
* প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন করে পড়তে হবে। 
* বিগত বছরগুলোর প্রশ্ন বারবার বিশ্লেষণ করতে হবে।
* প্রতিদিন একটা টার্গেট করে পড়তে হবে যে আজ আমি এইটুকু পড়া শেষ করব।
* বেশি বেশি পরীক্ষা দিতে হবে, এক্ষেত্রে বাসার আশেপাশের কোচিংয়ে পরীক্ষা দিলে ভালো হয়। এতে করে যাতায়াতের সময়টা বেঁচে যাবে।
* পরীক্ষায় যে বিষয়গুলো ভুল হবে, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।
* প্রশ্নব্যাংক সলভ করার কোনও বিকল্প নেই।
* পর্যাপ্ত ঘুমাতে হবে এবং টেনশন ফ্রি থাকতে হবে।

সর্বোপরি নিজের আত্ববিশ্বাস থাকতে হবে যে আমি পারব এবং প্রতিদিন সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। সবার জন্য শুভ কামনা।

লেখক : শিক্ষার্থী, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সর্বাধিক পঠিত