১৬ সেপ্টেম্বর ২০২৫

টাইম ম্যাগাজিনের ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ তেজস্বী, বিশ্বজুড়ে আলোচনায় তার উদ্যোগ

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০
তেজস্বী মনোজ সংগৃহীত

প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম  প্রতিবছর একজন প্রতিভাবান শিশুকে ‘কিড অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নেয়। সেই শিশুর ছবি ছাপা হয় সাময়িকীর প্রচ্ছদে। ম্যাগাজিনে স্থান পায় তার গুরুত্বপূর্ণ অবদান, ব্যতিক্রমী কাজ এবং একটি বিশেষ সাক্ষাৎকার।

এবার টাইম-এর প্রচ্ছদজুড়ে স্থান পেয়েছে এক কিশোরীর ছবি। সবুজ পোশাক, চোখে চশমা। পাশে লেখা,  ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ বা বর্ষসেরা শিশু।

বর্ষসেরা শিশু নির্বাচিত হয়েছে ১৭ বছর বয়সী তেজস্বী মনোজ। ভারতীয় বংশোদ্ভূত এ কিশোরী মার্কিন নাগরিক টেক্সাসের ফ্রিসকো শহরে বসবাস করেন। ইন্টারনেটে প্রতারণার হাত থেকে বয়স্কদের সুরক্ষা দিতে তার উদ্যোগই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি।

তেজস্বী ‘কিড অব দ্য ইয়ার’ ছাড়াও প্রথম ব্যক্তি হিসেবে ‘টাইম ফর কিডস সার্ভিস স্টার’ সম্মান অর্জন করেছেন। সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী কিশোর-কিশোরীদের এই সম্মাননা দেওয়া হয়।

তেজস্বীর উদ্যোগের নাম ‘শিল্ড সিনিয়রস’। এটি একটি ওয়েবসাইট, যেখানে ষাটোর্ধ্ব মানুষজন সহজ ভাষায় জানতে পারেন অনলাইন প্রতারণার ধরন, সন্দেহজনক ই-মেইল বা বার্তা চেনার উপায় এবং প্রতারণার শিকার হলে করণীয় বিষয়গুলো। বর্তমানে সীমিতসংখ্যক মানুষ এ সেবা পাচ্ছেন, তবে তেজস্বী কাজ করছেন এটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে।

 

টাইম জানিয়েছে, বয়স্কদের অনলাইনে সুরক্ষা এখন জরুরি একটি বিষয়, আর তেজস্বী সেই দায়িত্ব নিতে এগিয়ে এসেছে। তার উদ্যোগ ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

শিল্ড সিনিয়রস ওয়েবসাইটটি বর্তমানে কেবল সীমিতসংখ্যক মানুষ ব্যবহার করতে পারছেন। কারণ, বয়স্কদের সেবা দেওয়ার জন্য বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সফটওয়্যারের ওপর নির্ভর করছে ওয়েবসাইটটি। এ সমস্যা সমাধানে বর্তমানে তহবিল সংগ্রহ করছে তেজস্বী। উদ্দেশ্য, ওয়েবসাইটটিকে যেন বড় পরিসরে এআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা যায়।

তেজস্বীর ব্যাপক প্রশংসা করেছে টাইম। তারা বলেছে, বয়স্ক মার্কিনদের আসলেই ইন্টারনেটে সুরক্ষার প্রয়োজন রয়েছে। এই সুরক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেছিল তেজস্বী। সাইবার জগৎ নিয়ে বয়স্কদের জানাশোনা বাড়াতে এবং তাঁদের আরও স্বাধীন করে তুলতে কাজ করে যাচ্ছে এই কিশোরী। ইন্টারনেট নিয়ে বয়স্কদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে তাঁদের পরিবারের সঙ্গেও কাজ করছে সে।

তেজস্বীর ওয়েবসাইটটিতে চারটি অংশ রয়েছে। সেসব তুলে ধরা হলো:

শেখা (Learn): এতে অনলাইন সুরক্ষার বিষয়ে সহজ নির্দেশিকা রয়েছে। এর মধ্যে আছে পাসওয়ার্ড সুরক্ষিত রাখার উপায়, প্রাইভেসি সেটিংস এবং প্রতারণা চেনার কৌশল।

জিজ্ঞাসা (Ask): সাইবার নিরাপত্তা-সম্পর্কিত প্রশ্নগুলোর জন্য একটি চ্যাটবট রয়েছে, যা সহজ এবং সংক্ষিপ্ত উত্তর দেয়।

বিশ্লেষণ (Analyse): এতে এআই-চালিত একটি ব্যবস্থা আছে, যা সন্দেহজনক বার্তাগুলোর সম্ভাব্য ঝুঁকি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে।

রিপোর্ট (Report): এর মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে অভিযোগ জানানো যায়।

তেজস্বীর শিল্ড সিনিয়রস বর্তমানে একটি ফ্রি এআই ইঞ্জিন দিয়ে পরিচালিত হচ্ছে। এটিকে বাণিজ্যিক এআই প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য তহবিল সংগ্রহে কাজ করছেন তেজস্বী। এর মাধ্যমে তিনি ‘শিল্ড সিনিয়রস’কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান। পাশাপাশি এটি নিয়ে বৃদ্ধদের জন্য কর্মশালার আয়োজন করতে চান।

তেজস্বী চান বয়স্করা যাতে নিরাপদে এবং স্বাধীনভাবে অনলাইন দুনিয়ায় চলাচল করতে পারে এবং একই সঙ্গে পরিবারের সদস্যরাও তাদের বয়স্ক স্বজনদের প্রতারণার হাত থেকে রক্ষা করার বিষয়ে সচেতন থাকতে পারে।

তেজস্বী যখন অষ্টম গ্রেডের শিক্ষার্থী ছিল, তখনই কোডিং করা শুরু করেছিল। ২০২৪ সালে কংগ্রেশনাল অ্যাপ চ্যালেঞ্জে অর্জন করেছিল সম্মাননা। ২০২৫ সালে টেক্সাসের প্লানো শহরে বক্তৃতা দিয়েছিল সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে একটি ‘ডিজিটাল সেতুবন্ধ’ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে। কম্পিউটার বিজ্ঞান, এআই ও সাইবার নিরাপত্তা বিষয়ে পড়াশোনা এগিয়ে নেওয়ার ইচ্ছা তার।

এর বাইরেও নানা উদ্যোগের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছে তেজস্বী। যুক্তরাষ্ট্রের স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত সে। নিয়মিত বেহালা বাজায় স্কুলের অনুষ্ঠানে। সময় দেয় কর্মসংস্থান ও শিক্ষা উন্নয়ন নিয়ে কাজ করা ভারতীয় অলাভজনক সংস্থা ‘বিভা’তেও। সংস্থাটির মাধ্যমে ভুটানের শিক্ষার্থীদের অনলাইনে গণিত ও ইংরেজি শেখায় সে। স্বেচ্ছাসেবক হিসেবেও বিভিন্ন সংস্থায় কাজ করে এই কিশোরী।

বর্ষসেরা তেজস্বীর একটি সাক্ষাৎকার নিয়েছে টাইম। তাতে এই কিশোরী বলে, ‘প্রিয়জনদের খোঁজখবর নিতে ভুলবেন না। তাঁরা যে অনলাইনে নিরাপদে রয়েছেন, তা নিশ্চিত করুন।’ আর নিজের উদ্যোগ শিল্ড সিনিয়র নিয়ে তেজস্বীর ভাষ্য, তহবিল পেলে ওয়েবসাইটের এআই-সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। এতে আরও বেশি ব্যবহারকারী সেটি ব্যবহার করতে পারবেন।

এর আগে ২০২০ সালে টাইম-এর প্রথম বর্ষসেরা শিশু হয়েছিল গীতাঞ্জলি রাও। সে-ও একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন। খাওয়ার পানিতে দূষণ, মাদকের ব্যবহার ও সাইবার হয়রানি রোধে প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছিল।